সেরা টেক ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং আইওএস মেসেঞ্জার অ্যাপে আসছে টাচ ও ফেস আইডি সুরক্ষা। এখন থেকে ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক করা যাবে ফেসবুকেও।
ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, ইউজারের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং মেসেজ যাতে অন্য কারো দ্বারা অ্যাক্সেস করা না যায় তাই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা সহজেই নিজের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে রাখতে পারবেন এমনটাই মনে করা হচ্ছে।
ইতিমধ্যে এই ফিচারটি হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে। গত বছরই ইউজারের গোপনীয়তা রক্ষার জন্য হোয়াটসঅ্যাপে ফেস আইডি ও টাচ আইডি সাপোর্ট রোল আউট করেছিল ফেসবুক।
শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লকের সুবিধাও রয়েছে।
যদিও ফেসবুক এই নতুন ফিচারটি সব ইউজারদের জন্য নিয়ে আসবে কিনা তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত ফিচারটি নিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং এটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।
গোপন তথ্য ফাঁসসহ বিভিন্ন বিতর্ক থেকে নিজেদের বাঁচাতে ফেসবুক এমন উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
সেরা নিউজ/আকিব