অনলাইন ডেস্ক:
বৃটেনে উগ্র ডানপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছে ৪ তরুণ-তরুণী। এর মধ্যে রয়েছেন এলিস কার্টার নামের এক ২৪ বছর বয়সী তরুণী, যিনি মিস হিটলার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারা সকলে নিষিদ্ধ ডানপন্থি সংগঠন ন্যাশনাল একশন-এর সদস্য। এলিস কার্টার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। মঙ্গলবার বার্মিংহামের ক্রাউন কোর্ট তাদের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দেয়। এরমধ্যে কার্টারের তিন বছর কারাদণ্ড হয়েছে। তার বয়ফ্রেন্ড মার্ক জোন্সও আটক হয়েছে। তাকে দেয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড।
বাকি দুজনকে ৪ বছর ও দেড় বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। মিস হিটলার প্রতিযোগিতা আয়োজনসহ অনেক ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডানপন্থি ভাবাদর্শ প্রচার করছিল ন্যাশনাল একশন৷ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ২০১৬ সালে তাদের নিষিদ্ধ করা হয়৷ এলিস কার্টারের বয়ফ্রেন্ড মার্ক জোন্স তারপরও সংগঠনটির হয়ে কাজ করে যান৷ সাজা পাওয়া বাকি তিন তরুণও সংগঠনের সদস্য হিসেবে জোন্সকে সহায়তা করেছেন৷ তবে আদালত জানায়, ‘মিস হিটলার’ প্রতিযোগিতায় অংশ নেয়া এলিস সদস্য না হলেও নিষিদ্ধ সংগঠনটির ‘বিশ্বস্ত অনুসারী’৷ এই সংগঠনটি ইহুদি বিদ্বেষি বলে পরিচিত।
সেরা নিউজ/আকিব