ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন আনল মাইক্রোসফট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন আনল মাইক্রোসফট - Shera TV
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন আনল মাইক্রোসফট

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

সেরা টেক ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট সারফেস ডুয়ো মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

মাইক্রোসফট জানায়, এ বছরের প্রথমার্ধেই ফোনটি বাজারের ছাড়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস বিপর্যয়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তাই বিলম্ব হলেও আগামী মাসেই সারফেস ডুয়ো স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। মাইক্রোসফট পাওয়ার ইউজারের এক রিপোর্টে বলা হয়, উইন্ডোজ সেন্ট্রালের লেখক জ্যাক বোডেনের এক টুইট বার্তা থেকে জানা যায় স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ২-এর আগেই বাজারে আসবে সারফেস ডুয়ো স্মার্টফোন।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এ ফোনটিতে থাকবে ৫.৬ ইঞ্চির বড় পর্দার ডিসপ্লে। আর মানসম্পন্ন ছবি তোলার জন্য থাকছে ১১ মেগাপিক্সেল ক্যামেরা।

এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সঙ্গে থাকছে ৬জিবি র‌্যাম। আর বিল্টইন মেমোরিতে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৬৪ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। নিরাপত্তার স্বার্থে ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। রয়েছে ৩৪৬০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360