নিউ ইয়র্ক স্টেট এসেম্বলি নির্বাচনের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের পূর্ব মুহুর্তে চলছে অগ্রীম ভোট প্রদান। ভোটাররা তার পছন্দের প্রার্থীকে অগ্রীম ভোট প্রদান করতে পারবেন ২২ জুন পর্যন্ত। শেষ মুহুর্তে জমে ওঠা নির্বাচনী খেলার মাঠে নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তরুন প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ‘জয় চৌধুরী জিতলে, বাংলাদেশ জিতবে’ এই স্লোগানেই দলমত নির্বিশেষে বাংলাদেশিসহ সাউথ এশিয়ান কমিউনিটির সবাই এক যোগে জয় চৌধুরীর নির্বাচনী লিফলেট হাতে হাতে বিতরন করেন নেতাকর্মীরা। এসময় নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য কাজ করে যাওয়া তরুন প্রার্থী জয় চৌধুরীকে ভোট দেয়ার আহ্বান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রেজারার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কমিউনিটি নেতা মোহাম্মাদ আলী, নওয়াবগঞ্জ ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার চেয়ারম্যান আমিন মেহেদি, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম অব নিউইয়র্ক প্রেসিডেন্ট আহনাফ আলম, টিবিএন টোয়েন্টিফোর মার্কেটিং ম্যানেজার এএফ মেসবাউজ জামান , বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন অব নিউইয়র্ক প্রতিষ্ঠাতা শেখ আল আমিন, পপুলার ড্রাইভিং স্কুল প্রেসেডেন্ট আবদুর রহিম হাওলাদার, বিল্ডিং আওয়ার মুভমেন্ট উইথ ইলেক্টেড মেম্বারস ফাহাদ সোলায়মান, পলিটিক্যাল এক্টিভিস্ট মোরশেদ আলম, ট্রান্সফোটেক একাডেমি ও মুসলিম এন্ট্রাপ্রিওনিয়ার এসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান, এনওয়াইসি কমিশন অন হিউম্যান রাইটস ‘কুইন্স কমিউনিটি সার্ভিস সেন্টার ডিরেক্টর’ রাসেল কবির রহমান প্রমুখ।
মূলত শুরু থেকেই জয় চৌধুরীকে সমর্থন জানিয়ে কাজ করে আসছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা।
উল্লেখ্য প্রায় ১২ হাজার এশিয়ান কমিউনিটির এই এসেম্বলী ডিষ্ট্রিক্টে জয় চৌধুরীর বিপরীতে শেতাঙ্গ ও হিস্পানিক কমিউনিটির ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন জয়।
করোনাভাইরাসের এই মহা দুর্যোগেও নিউইয়র্কের কয়েক লাখ ক্যাব চালকের পক্ষে বেকার ভাতার লিখিত দাবি তুলে খাবার ও ওষুধ পৌঁছে দিয়েছেন কমিউনিটির শত শত পরিবারের ঘরে।
মাত্র কয়েকমাস আগে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টের শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে গ্রেফতার হয়েছিলেন তিনি। জয় চৌধুরীর এই গ্রেফতার সরাসরি সম্প্রচার করে যুক্তরাষ্ট্রের মূলধারার নিউজ চ্যানেল গুলো। জয় চৌধুরী জিতলে, বাংলাদেশ জিতবে। এই স্লোগানেই দলমত নির্বিশেষে বাংলাদেশিসহ সাউথ এশিয়ান কমিউনিটির সবাই এক যুগে কাজ করছেন জয় চৌধুরীর ক্যাম্পেইনে। নিউইয়র্কে মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশি। এই লক্ষ্যেই ভোটারদের দরজায় কড়া নাড়ছেন এসেম্বলি মেম্বার প্রার্থী জয় চৌধুরীর কর্মী সমর্থকেরা।
হাতে গোনা আর কয়েকদিন বাদেই নির্বাচন। নির্বাচন শেষে জয়ের বিজয় উল্লাস শেষে ঘরে ফিরবেন সমর্থকরা এমনটাই তাদের আশ্বাস।