তবে আগের ১৪০ বর্ণের ফরম্যাটকে মাথায় রেখেই এবার ভয়েজ টুইটে সেই সীমাবদ্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে এই ফিচারটি অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। যা পরবর্তীতে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও চালু করা হবে।
টুইটার কর্তৃপক্ষ এক ব্লগ বিবৃতিতে জানায়, টুইটারে ভয়েজলেন্থ ওয়েভফর্ম আইকনে ক্লিক করে রেকর্ড আইকনে ট্যাপ করে ভয়েজ আকারে সর্বোচ্চ ১৪০ সেকেন্ডের টুইট পোস্ট করা যাবে। আর রেকর্ডিংয়ের সময় ১৪০ সেকেন্ড হলেই স্বয়ংক্রিয়ভাবে অডিও রেকর্ড ফিচারটি বন্ধ হয়ে যাবে।
টুইটারের মুখপাত্র অ্যালি পাভেলা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, অডিও টুইটের বিরুদ্ধে যেকোনো রিপোর্ট আসলে টুইটারের নীতিমালা অনুযায়ী তা খতিয়ে দেখা হবে এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি টুইটারে গুজব, প্রোপাগান্ডা এবং সাইবার অপরাধ দমনে লেবেলিং ফিচার এবং ফ্যাক্ট চেকিং সার্ভিস চালু করেছে।
সূত্র: দ্য ভার্জ
সেরা নিউজ/আকিব