স্পোর্টস ডেস্ক:
দুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী এবং পরিবারের আরও কয়েকজন সদস্য । কিন্তু পরীক্ষায় কোভিড ধরা পড়েনি বিসিসিআই সভাপতি ও ভারতের সাবেক অধিনায়কের বড় ভাইয়ের। তারপরেও স্নেহাশিস কোভিডে আক্রান্ত—এমন গুঞ্জন ছড়িয়েছে কলকাতায়। এতে বেশ চটেছেন সৌরভের ‘দাদা’।
স্নেহাশিস ভারতের হয়ে না খেললেও বাংলা দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিজের করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন নিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমি পুরোপুরি সুস্থ আছি এবং নিয়মিত অফিস করছি। আমার অসুস্থতা নিয়ে যে খবরগুলো বেরিয়েছে তা একেবারে ভিত্তিহীন। এবং এমন খারাপ সময়ে এই খবরগুলো আশা করা যায় না। আমি আশা করি এমন অসত্য খবর আর কেউ প্রচার করবে না।’
গত শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছিল স্নেহাশিসের স্ত্রী, শ্বশুর–শ্বাশুড়িসহ একজন গৃহকর্মীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শহরের একটি প্রাইভেট নার্সিং হোমে তাদের চিকিৎসা চলছে। কলকাতার বেহালা এলাকায় সৌরভের বাড়ি হলেও স্নেহাশিস থাকেন মমিনপুরে অন্য এক বাড়িতে।
সৌরভের ক্রিকেটার হওয়ার পেছনে স্নেহাশিসের অনেক অবদান—এ কথা অনেকবারই শোনা গেছে। বাংলার হয়ে ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। প্রায় ৪০ গড়ে করেছেন ২ হাজার ৫৩৪ রান। ৬টি সেঞ্চুরিও আছে তাঁর।
সেরা নিউজ/আকিব