ইন্টারন্যাশনাল ডেস্ক:
সোমবার সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩৯৩ জন। সব মিলে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩০৭। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের শুরুতেই সেখানে কড়াকড়ি লকডাউন দেয়া হয়।
এমনকি পবিত্র মক্কায় কাবা শরীফে বা গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। মক্কা সহ অনেক স্থানে দেয়া হয় কারফিউ। কিন্তু এ সপ্তাহ থেকে সেখানে লকডাউন শিথিল করা হয়েছে। গত রোববার সব মসজিদ খুলে দেয়া হয়েছে।
আস্তে আস্তে চলমান করোনা মহামারির মধ্যেই জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে এ বছরের হজ নিয়ে এক অনিশ্চয়তা দেখা দিয়েছিল। হজ হবে কি হবে না এমন এক অনিশ্চয়তার মধ্যে সোমবার বিষয়টি পরিষ্কার করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
তারা বলেছে, সৌদি আরবের বাইরের কাউকে এবার হজে অংশ নিতে দেয়া হবে না। অর্থাৎ, শুধু সৌদি আরবের ভিতরে অবস্থানরতরাই হজে অংশ নিতে পারবেন। এর অর্থ সৌদি আরবের ভিতরে বিভিন্ন দেশের যেসব মুসলিম বসবাস করছেন তারা শুধু এ বছর হজে অংশ নিতে পারবেন।
সেরা নিউজ/আকিব