এমইএ কনভেনশন ২০২০ নিয়ে কথা বললেন কনভেনর ও ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
এমইএ কনভেনশন ২০২০ নিয়ে কথা বললেন কনভেনর ও ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

এমইএ কনভেনশন ২০২০ নিয়ে কথা বললেন কনভেনর ও ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:
মুসলিম আন্ট্রাপ্রিনিওর এ্যাসোসিয়েশন (এমইএ) এর উদ্যোগে ৪০ জন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমইএ কনভেনশন ২০২০। যুক্তরাষ্ট্রের মারিফাহ রেসিডেন্ট ক্যাম্পে ৩ দিন ব্যাপী চলবে এই কনভেনশন। এমইএর রোড ম্যাপ,পরিকল্পনা, মিশন নিয়ে এফএম ৭৮৬ এর লাইভ প্রোগ্রামে কথা বলেছেন এমইএ কনভেনশন ২০২০ কনভেনর ও এমইএ ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান। রিজওয়ানা বশির এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ডিপ্লয়মি ও এমইএ প্রেসিডেন্ট আবদুল রহমান, ট্রান্সফোটেক সিইও শেখ গালিব রহমান।

এফএম ৭৮৬ এর লাইভ প্রোগ্রামে শেখ গালিব রহমান বলেন আমাদের মূলত ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার মানসিকতা বেশি কিন্তু কেউই উদ্যোক্তা হতে চাইনা। তিনি বলেন আগামী বছর থেকে প্রতিটা সেক্টরে প্রশিক্ষনের মাধ্যমে স্কিল ডেভেলপের ব্যবস্থা করা হবে। আগামী বছর থেকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা তৈরি করতে চান বলেও জানান তিনি।  এসময় তিনি বলেন, আমাদের স্কিলগুলো, আমাদের ব্যক্তিগত আইডিয়া গুলো অন্যান্যদের সাথে শেয়ার করে আইডিয়া জেনারেট করে উদ্যোক্তা তৈরি করতে হবে।

শেখ গালিব বলেন, উদ্যোক্তা হিসেবে শুধু পুরুষদের নয়, নারীদেরকেও এগিয়ে আসতে হবে। বিগত কয়েক বছর পূর্বে উদ্যোক্তা হিসেবে একজন নারীর অবস্থান, বিশেষে করে মুসলিম নারীর অবস্থান বা অংশগ্রহন খুব সীমিত ছিল। কিন্তু ধীরে ধীরে সেই অংশগ্রহনের পরিমান বাড়ছে বলেও জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন তরুন উদ্যোক্তা তৈরি করতে এমইএ সকল প্রকার সহযোগীতার হাত বাড়িয়ে পাশে থাকবে।

উল্লেখ্য আগামীকাল ২৬ জুন থেকে ২৮জুন পর্যন্ত মারিফাহ রেসিডেন্ট ক্যাম্পে মুসলিম আন্ট্রাপ্রিনিওরদের নিয়ে ৩ দিন ব্যাপী কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা ও মুসলিম কমিউনিটির মধ্যে সদ্ভাব সম্পৃতি আরও বাড়াবে বলে আশাবাদ তাদের।

 

Posted by FM786.com on Friday, October 11, 2019

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360