ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইয়েমেনে ২৪ ঘন্টায় ৩৪ বার বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। দেশটির মধ্যাঞ্চলীয় আল-বাইদার প্রদেশে সবথেকে বেশি হামলা চালানো হয়। এছাড়া আরো বেশ কয়েকটি প্রদেশে হয়েছে ব্যাপক বোমা বর্ষণও। এ খবর দিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা স্পুটনিক।
খবরে বলা হয়, একইদিনে হামলা হয়েছে মারিব প্রদেশেও। সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির ও খাব ওয়া আশশাব জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে। রাজধানী সানার ৫০ কিলোমিটার পশ্চিমের উমরান প্রদেশেও চার দফা হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো। তবে এতে হতাহতের কোনো খবর প্রকাশ কড়া হয়নি।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে যুদ্ধ করছে সৌদি আরব ও তার মিত্ররা।
সেরা নিউজ/আকিব