সেরা টেক ডেস্ক:
ঘরে বসে অফিসের কাজ করার পাশাপাশি এবার প্রিয়জনের সঙ্গে বার্তা বিনিময় ও ভিডিও কলেরও সুযোগ দেবে ‘মাইক্রোসফট টিমস’। এ জন্য দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি প্রিয়জনের সঙ্গে যুক্ত থাকার সুবিধাসংবলিত সেবাটির নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
এত দিন সেবাটিতে শুধু অফিসের সহকর্মীদের সঙ্গে বার্তা, অডিও-ভিডিও কল ও ফাইল বিনিময় করা যেত। নতুন এ সংস্করণটি কাজে লাগিয়ে অন্য ভিডিও কলিং অ্যাপের মতোই প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকা যাবে। করোনাকালে ঘরে বসে প্রতিষ্ঠানের কাজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কয়েক মাসের ব্যবধানে কোটিরও বেশি ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে মাইক্রোসফট টিমসের।
সেরা নিউজ/আকিব