ডেস্ক রিপোর্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই, সঙ্গে বাড়ছে এইভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত।
অনেক দেশই যখন লকডাউন বা এমন অবস্থা কিছুটা শিথিল করার পথে হাঁটছে রোববার ঠিক এমন মুহূর্তেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো করোনা নিয়ে দিল আরও শঙ্কার তথ্য।
বিবিসি বলছে, এখন বিশ্বের এক কোটির বেশি মানুষ কারোনায় আক্রান্ত। এর মধ্যে আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখের বেশি আর ইউরোপে এই সংখ্যা প্রায় ২৬ লাখের মতো।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হওয়া ভাইরাসটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে পাঁচ লাখের বেশি মানুষের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শুরুর দিকে ধীরে ধীরে এই ভাইরাসের সংক্রমণ ছড়াতে থাকলেও মে মাসের মাঝামাঝি সময়ে এর বিস্তার ব্যাপক হারে বেড়ে যায়। ব্রাজিল, মেক্সিকো আর চিলিতে এর সংক্রমণ এখন ক্রমেই বাড়ছে।
অফ্রিকা ও এশিয়াতেও পিছিয়ে নেই করোনা। প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের রেকর্ড গড়ছে দেশগুলো।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এতে দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৮ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
সেরা নিউজ/আকিব