দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক আর নেই - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক আর নেই - Shera TV
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক আর নেই

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বুধবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে নিজ গ্রামের বাড়িতে মারা যান তিনি। কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামে তার বাড়ি।

লতিফুর রহমান বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর কুমিল্লায় গ্রামের বাড়িতে অবস্থান করেছিলেন তিনি।

লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মালিক। একই সঙ্গে ট্রান্সকম গ্রুপের ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, সংবাদপত্র, চা শিল্প, বিমা ইত্যাদি ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালক।

লতিফুর রহমান প্যারিসভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের পরিচালকও। কয়েক মেয়াদে এমসিসিআইয়ের সভাপতিও ছিলেন তিনি।

লতিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল ।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360