ইন্টারন্যাশনাল ডেস্ক:
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক টুইটে তিনি আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।
কুরেশি তার টুইটে বলেছেন, ‘বিকেলে হালকা জ্বর অনুভব করছিলাম এবং আমি দ্রুত বাড়িতে কোয়ারেন্ট্নে চলে যাই। পরীক্ষায় কভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে। আল্লাহর দয়ায় শরীরে কোনো দুর্বলতা নেই। তবে আল্লাহর রহমতে আমি সুস্থ ও সবল আছি। বাড়ি থেকে আমি আমার দাপ্তরিক কাজ চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন সবাই।’
এর আগে জুনের প্রথম সপ্তাহে পাকিস্তান মুসলিম লীগের (এন) নেতা শেহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। একটি দুর্নীতির মামলার শুনানিতে তিনি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এরপর করোনায় আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
গত ২৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো কভিড-১৯ পজিটিভ হিসেবে একজন শনাক্তের পর ইতিমধ্যে পাকিস্তানের করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সাড়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছেন।
সেরা নিউজ/আকিব