লাইফস্টাইল ডেস্ক:
টমেটো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো সাধারণত আমরা সালাদ ও তরকারি রান্না করে খেয়ে থাকি।
তবে আপনি জানেন কী? রূপচর্চায় টমোটোর জুড়িমেলা ভার।
টমেটোতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান কমায় ব্রণের সমস্যা দূর করে ত্বকে আনে লাবণ্য। এটি ইলাস্টিন ও কোলাজেন তৈরিতে ত্বরান্বিত করে, যা ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে।
ত্বকে টমেটোর ব্যবহার-
১. টমেটো বেটে ত্বকে ব্যবহার করুন। এতে দূর করবে ত্বকের কালচে দাগ।
২. একটি টমেটো দিয়ে পেস্ট তৈরি করে তার সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. সমপরিমাণ টমেটোর রস ও শসার রস একটি স্প্রে বোতলে ভরে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
৪. টমেটো চাকা করে কেটে মুখে ঘষলে ত্বকের তেলতেলে ভাব দূর হবে।
৫. টমেটো স্লাইস করে মোটা দানার চিনি লাগিয়ে ঘষলে দূর হবে ব্ল্যাকহেডস।
সেরা নিউজ/আকিব