স্পোর্টস ডেস্ক:
গেফাটের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডকে নিয়ে ঝুঁকি নেননি কোচ জিনেদিন জিদান। তাকে বিশ্রাম দিয়েছিলেন। কারণ সামনেই ছিল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে ওই ম্যাচেও খেলতে পারবেন না হ্যাজার্ড।
প্রথমে ধারণা করা হয়েছিল তার ইনজুরি খুবই সামান্য। গেটাফের বিপক্ষে সতর্কতার জন্য খেলানো হয়নি তাকে। কিন্তু সেটা একেবারে সামান্য মনে হচ্ছে না। হ্যাজার্ড ছাড়াও রিয়ালের নিয়মিত দলের রাফায়েল ভারানে ইনজুরিতে আছেন। হ্যাজার্ড গত সপ্তাহে এসপানিওলের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে সামান্য চোট নিয়ে মাঠ ছাড়েন।
হ্যাজার্ডকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোন ঝুঁকি নিতে চান না। সেজন্য কবে তিনি মাঠে ফিরবেন তা নিয়ে জোর দিয়ে কিছু বলছেন না ক্লাবের কেউ। কোচ জিদান বলেন, ‘আমি আশা করবো, অল্প ক’দিনেই সে দলে ফিরবে। হ্যাজার্ডের একটু খারাপ সময় যাচ্ছে। আমরা তাই তাকে নিয়ে ঝুঁকি নেব না। আশা করছি, তার ইনজুরিটা খুবই সামান্য এবং মৌসুম শেষ হবার আগেই তাকে মাঠে দেখতে পাবো।’
চলতি মৌসুমে রেকর্ড দামে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন হ্যাজার্ড। কিন্তু চোটের কারণে মৌসুমে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি। বেলজিয়াম তারকার ইনজুরি তাই জিদানের জন্য চিন্তার, ‘হ্যাজার্ড এমন কেউ যার ইনজুরি আমার কাছে খুবই খারপ খবর। ক্লাবে এটা তার প্রথম মৌসুম। সেজন্য যখন সে ক্লাববে সহায়তা করতে পারবে না, তার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তার শতভাগ ফিট না থাকা দলের সবার জন্য চিন্তার।’
সেরা নিউজ/আকিব