নিউ জার্সির পার্থ অ্যামবয়ের উপকূল থেকে এক তরুনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় দুপুর আড়াইটা নাগাদ জরুরি একটি ৯১১ কল এসেছিল। পরবর্তীতে বিকেল পাঁচটার পরে কিশোরটিকে জল থেকে টেনে তোলা হলে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহতের পরিবার জানায় নিহত কিশোর অটিজম বর্ণালীতে ছিলেন এবং মৃগী রোগে ভুগছিলেন।
তাঁর পরিবার আরও বিবৃতিতে জানায়, “জনি একটি বিশেষ ছেলে ছিল।” “তিনি তাঁর পরিবারের সবাইকে বিশেষত তাঁর মা এবং বাবা, ভাইবোন, দাদু, চাচী, চাচা এবং চাচাতো ভাইকে খুব পছন্দ করতেন। তার মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া বইছে।