বাংলাদেশ সহ ১৩ দেশের নাগরিকদের ইতালি প্রবেসে নিষেধাজ্ঞা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বাংলাদেশ সহ ১৩ দেশের নাগরিকদের ইতালি প্রবেসে নিষেধাজ্ঞা - Shera TV
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ সহ ১৩ দেশের নাগরিকদের ইতালি প্রবেসে নিষেধাজ্ঞা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আগামী ৫ অক্টোবর পর্যন্ত কাতার ও তুর্কি এয়ারলাইন্স ঢাকা থেকে ইতালিতে যাত্রী পরিবহন করবে না। সংস্থা দু’টি বৃহস্পতিবার সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এদিকে ইতালি সরকার এখন পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের দেশটিতে প্রবেশে সাত দিনের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এ নিষেধাজ্ঞা আরও বৃদ্ধি করা হতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার বিকালে এক ঘোষণায় ইতালিতে ১৩ দেশের নাগরিকদের সাময়িকভাবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনার প্রকোপ কমে আসার পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ইতালির সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন একটি অর্ডিন্যান্স জারি করেছে। যেখানে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে ১৩টি দেশের নাগরিকরা সাময়িকভাবে ইতালি প্রবেশ করতে পারবেন না। এসব দেশের তালিকায় রয়েছে- আর্মেনিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া হার্জিগোভিনা, চিলি, মেসেডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, কুয়েত এবং ডোমেনিকান প্রজাতন্ত্র।

এতে আরও বলা হয়েছে, এসব দেশে গত ১৪ দিনে যেসব নাগরিকরা অবস্থান করেছে তারা আপাতত ইতালি প্রবেশ করতে পারবেন না। সেই অর্ডিন্যান্সে সুনির্দিষ্ট করে কোন দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা নেই এবং কোন সময় নির্ধারন করে বলা হয়নি।

এদিকে বৃহস্পতিবার আরও ১৪ জন বাংলাদেশি ইতালিতে করোনায় সংক্রমিত হয়েছেন বলে রোমের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। রোমস্থ বাংলাদেশের স্থায়ী দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদারের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠক সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, গত ১ জুনের পর ইতালি প্রবেশ করেছে এমন ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে একই পরিবারের ৪ জনসহ আরও ১৪ জন আজ করোনায় পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া বাংলাদেশি প্রবাসীদের রোমের বিভিন্ন স্থানে নমুনা পরীক্ষা করার জন্য আরও বেশকিছু অস্থায়ী বুথ স্থাপন করা হবে। যেখানে বাংলাদেশি অভিবাসীরা বিনামূল্যে সহজেই করোনা পরীক্ষার সুযোগ পাবেন।

এদিকে, বুধবার একজন প্রবাসী ট্রেনে রাজধানী রোমের টেরমিনি স্টেশনে আসলে কাশি আছে এমন অভিযোগে থামিয়ে নমুনা পরীক্ষা করা হয় এবং করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশটিতে সাম্প্রতিক সময়ে ৯৮ জন বাংলাদেশির করোনা শনাক্ত হলো।

অপরদিকে, বৃহস্পতিবার কাতার এয়ার ওয়েজ এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালি কোন যাত্রী পরিবহন করবে না। একই সিদ্ধান্ত জানিয়েছে তুর্কি এয়ালাইন্স। তবে এমিরেটস এয়ারলাইন্স এখনও সুনির্দিষ্ট করে ফ্লাইট স্থগিতের বিষয়ে কিছু জানায়নি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360