দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন করোনাভাইরাস মহামারিজনিত আর্থিক ক্ষতির কারণে ৯ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
এমিরেটস এয়ারলাইনসের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক এ ঘোষণা দিয়েছেন বলে শনিবার (১১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
এমিরেটস এয়ারলাইন প্রথমবারের মতো প্রকাশ্যে জানালো তারা কতজন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। করোনা সংকটের পূর্বে এই সংস্থাটিতে মোট ৬০ হাজার কর্মী ছিল বলে জানিয়েছে বিবিসি।
স্যার টিম ক্লার্ক জানিয়েছেন, তাদের বিমান সংস্থা ইতিমধ্যে মোট কর্মীর ১০ শতাংশ ছাঁটাই করেছে। তবে সম্ভবত আরও কিছু লোককে ছাঁটাই করতে হবে, সেটা সম্ভবত মোট কর্মীর ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
করোনাভাইরাস ঠেকাতে প্রায় সব দেশেই বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে সারা পৃথিবীতেই বিপাকে পড়েছে বেসামরিক বিমান পরিবহন। এতে এয়ারলাইন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্যার টিম বলেছেন, অন্য এয়ারলাইন সংস্থার চেয়ে আমাদের অবস্থা এখনো অনেক ভালো।
তিনি বলেন, মহামারিটির পূর্বে ‘আমাদের সেরা বছরের একটিতে চলেছে’। তবে বর্তমান পরিস্থিতি এয়ারলাইনসের ভাগ্যকে এক বিপরীতমুখী রূপান্তর হিসাবে চিহ্নিত করেছে।
উড়োজাহাজ সংস্থাগুলোর জোট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ভবিষ্যদ্বাণী করছে চলতি বছরে বিশ্বের এয়ারলাইনসগুলো ৮ হাজার ৪০০ কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়বে এবং চাকরি হারাবে অন্তত ১০ লাখ কর্মী।
সেরা নিউজ/আকিব