ভারতে ৮৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ভারতে ৮৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

ভারতে ৮৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

সেরা টেক ডেস্ক:
ভারতে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮৫ হাজার কোটি টাকা। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই অনলাইনে আয়োজিত ‘অ্যানুয়েল গুগল ফর ইন্ডিয়া’ শীর্ষক বার্ষিক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

সুন্দর পিচাই বলেন, ভারতের ভবিষ্যৎ ও দেশটির ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা বিবেচনা করে আমাদের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, তার প্রতিফলন হলো বিনিয়োগের এই ঘোষণা। ভারতে বর্তমানে সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা ৫০ কোটির বেশি। সে জন্য ভারতই সম্ভবত গুগলের জন্য সবচেয়ে সম্ভাবনাময় বাজার।

গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের (জিআইডিএফ) মাধ্যমে ভারতে বিনিয়োগ করার কথা জনিয়ে সুন্দর পিচাই জানান, ভারতের প্রযুক্তিগত অবকাঠামো খাতে বিনিয়োগে গুগল চারটি ক্ষেত্রে চারটি বিষয়ে জোর দেবে। সেগুলো হচ্ছে প্রথমত, ভারতের প্রত্যেক নাগরিকের জন্য নিজের ভাষায় তথ্যপ্রযুক্তি ব্যবহার ও তথ্য পাওয়া নিশ্চিত করা হবে। দ্বিতীয়ত, ভারতের জন্য খুবই প্রয়োজন ও প্রাসঙ্গিক এমন পণ্য সেবাই উদ্ভাবন ও বাজারজাত করা হবে।

তিনি আরও বলেন, তৃতীয়ত, স্থানীয় পর্যায়ের ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রে যারা ডিজিটাল সেবা দিতে আগ্রহী, তাদের সহায়তা করা হবে। চতুর্থত, সামাজিকভাবে মঙ্গল বয়ে আনবে, এমন ধরনের প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন ও বিপণন গুরুত্ব পাবে, যা স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতের কাজে লাগবে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360