অনলাইন ডেস্ক:
৬,৮০০ বছর পর আবার পৃথিবীর কাছে ছুটে আসছে ধূমকেতু ‘নিওওয়াইজ’। ১৪ জুলাই থেকে সূর্য ডুবলেই আকাশে জ্বলজ্বল করবে ধূমকেতুটি। খালি চোখেই দেখা যাবে বিরল এ মহাজাগতিক ঘটনা।
বিজ্ঞানীরা জানান, এতদিন সূর্য ওঠার আগে এর দেখা পাওয়া যেত। ১৪ জুলাই থেকে সে সময় পাল্টাচ্ছে। এখন থেকে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে প্রতিদিন প্রায় ২০ মিনিট এ ধূমকেতু দেখা যাবে। ১৫ জুলাই থেকে প্রতিদিন ২ ডিগ্রি উপরে উঠতে থাকবে নিওওয়াইজ।
২২ জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে ধূমকেতুটি। সেদিন পৃথিবী থেকে দূরত্ব হবে প্রায় ১০ কোটি ৩০ লাখ কিলোমিটার। ৩০ জুলাই ১ ঘণ্টারও বেশি সময় ধরে ধূমকেতুটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীরা আরও জানান, সেদিন সপ্তর্ষি মণ্ডলের নিচে প্রায় ১ ঘণ্টা এ ধূমকেতু দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের প্রধান সন্দীপ চক্রবর্তী বলেন, ‘এর আগে বহুবার মানুষ ধূমকেতু দেখলেও নিওওয়াইজের ধরন একেবারেই আলাদা। কারণ ৬,৮০০ বছর আগে শেষবার পৃথিবীতে দেখা দিয়েছিল ধূমকেতু নিওওয়াইজ। তবে জুলাইয়ের শেষ থেকে আস্তে আস্তে দৃষ্টি থেকে চলে যাবে ধূমকেতুটি।’
মহাকাশ বিজ্ঞানীরা বলেন, ‘এ শতকের সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু নিওওয়াইজ। তাই আকাশ পরিষ্কার থাকলে বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে পারবে মানুষ। তবে এখন ধূমকেতু দেখার সুযোগ না পেলে আবার দেখা পেতে সাড়ে ৬ হাজার বছর অপেক্ষা করতে হবে।’
সূত্র জানায়, গত ২৭ মার্চ নাসার উপগ্রহ নিওওয়াইজে প্রথম ধরা দেয় এ ধূমকেতু। সূর্যকে বিদায় জানিয়ে আস্তে আস্তে পৃথিবীর দিকে আসছে এখন। যার বৈজ্ঞানিক নাম ‘সি/২০২০-এফ৩’ হলেও ডাকনাম ‘নিওওয়াইজ’।
সেরা নিউজ/আকিব