এই সপ্তাহের শুরুতে ব্রঙ্কসের ম্যাকডোনাল্ডসের ছাদে লাশ পাওয়ার ঘটনায় শনিবার ১৮ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৬ টার আগে মেলরোজের ইস্ট ১৪৯ স্ট্রিটের ম্যাকডোনাল্ডসের ছাদে অচেতন ব্যক্তির খবর পেয়ে পুলিশ ছুটে যায় সেখানে। ঘটনাস্থলে পৌছে তারা প্লাস্টিকের ব্যাগের মধ্যে একজন ব্যক্তিকে, অচেতন ও প্রতিক্রিয়াহীন অবস্থায় দেখতে পায়। পরিদর্শন শেষে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
যদিও নিহতের নাম এনওয়াইপিডি প্রকাশ করেনি।
তবে সেই ব্যক্তিকে হত্যার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে ব্রুকলিনের আইয়াম স্টামুলিসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ