লাইফস্টাইল ডেস্ক:
ত্বকের যত্নে বাজার থেকে কেনা বিভিন্ন ধরনের পণ্য আমরা ব্যবহার করে থাকি। বাজার থেকে কেনা পণ্যে রাসায়নিক উপাদান থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর।
ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ঘরোয়া ফেস মাস্ক। যা ত্বকে ভেতর থেকে পরিষ্কার করবে ও উজ্জ্বলতা বাড়াবে।
প্রাকৃতিক উপাদান দিয়ে ফেস মাস্ক ঘরেই তৈরি করতে পারেন।
কলার ফেস মাস্ক
কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি-৬ এবং ভিটামিন এ। এ সব উপাদান ত্বক ময়েশ্চারাইজ এবং উজ্জ্বল রাখে।
উপকরণ
১টি পাকা কলা ও ১ টেবিল চামচ মধু।
প্রণালী
কলাতে মধু দিয়ে তা ভালোভাবে মাখুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।
আমের ফেস মাস্ক
ত্বকের যত্নে আম খুবই কার্যকরী। আমে ভিটামিন সি আছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। আটা এবং দুধ এই দুইয়ের মধ্যেই স্কিন এক্সফোলিয়েটিং থাকায় তা মুখ থেকে দাগ ও মরা চামড়া দূর করে।
উপকরণ
১ টেবিল চামচ পাকা আমের শাঁস, ১ টেবিল চামচ আটা ও ১ চা চামচ দুধ।
প্রণালী
একটি বাটিতে সব উপাদান দিয়ে পেস্ট তৈরি করে আঙ্গুল দিয়ে গোলাকারভাবে ম্যাসাজ করুন। শুকিয়ে গেল ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
পেঁপের ফেস মাস্ক
পেঁপেতে থাকা ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী। এ ছাড়া, মধু ত্বককে ময়েশ্চারাইজ এবং কোমল রাখতে সহায়তা করে।
উপকরণ
২-৩ টুকরো পেঁপে ও ১ চা চামচ মধু।
প্রণালী
একটি পাত্রে পেঁপেটি ভালো করে থেঁতলে নিন। এতে মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সেরা নিউজ/আকিব