সেরা টেক ডেস্ক:
জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভাইবার মনের ভাব প্রকাশে ভিন্নমাত্রা যোগ করতে মেসেজ রিঅ্যাকশনস ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এই ফিচারের আওতায় মেসেজ বা বার্তায় পছন্দ, হাসি, রাগ ও দুঃখের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করা যাবে।
ভাইবার ব্যবহারকারীরা এতদিন যেকোনো বার্তায় ‘লাইক’ ছাড়া আরো কোনো অভিব্যক্তি প্রকাশ করতে পারতেন না। লাইক হিসেবে ‘হার্ট’ (ভালোবাসার চিহ্ন) আইকন ছাড়া আর কোনো রিঅ্যাকশন বাটন অ্যাপটিতে ছিল না।
নতুন ফিচারের মাধ্যমে যেকোনো বার্তায় প্রতিক্রিয়া বা অভিব্যক্তি প্রকাশের জন্য বার্তার পাশে থাকা হার্ট আইকনে (ভালোবাসার চিহ্ণ) একটু সময় ধরে ট্যাপ করতে হবে এবং পছন্দ, হাসি, রাগ ও দুঃখের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করা যাবে।
একজন ব্যবহারকারীর বার্তায় তার বন্ধুরা কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে তা ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বার্তা দীর্ঘসময় ধরে ট্যাপ করে ‘ইনফো’ অপশনটি সিলেক্ট করে বন্ধুদের প্রতিক্রিয়াগুলো দেখা যাবে।
এ প্রসঙ্গে ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল বলেন, ‘ব্যবহারকারীরা যাতে যথাযথভাবে তাদের ভাব প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে ভাইবার প্রতিশ্রুতিবদ্ধ। হার্ট চিহ্নের মাধ্যমে কোনো একটি বার্তাকে ‘লাইক’ দেয়ার বিষয়টি বার্তা পড়ার সময় মানুষের মাঝে বিস্তৃত পরিসরের যে অনুভূতি কাজ করে তা সম্পূণরূপে প্রকাশ করে না। এ বিষয়ে আমরা আরও বেশি কিছু করতে চেয়েছি। মেসেজ রিঅ্যাকশন ফিচারটি যেকোনো বার্তায় ব্যবহারকারীদের কার্যকরী উপায়ে যথাযথ প্রতিক্রিয়া প্রকাশে সহায়তা করবে।’
সেরা নিউজ/আকিব