কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা ভুরুঙ্গামারী উপজেলার মানিককাচি গ্রামের বাসিন্দা হলেন জয়নাল আবেদীন (৪০)। গত কয়েক বছর আগে শখের বশত একটি গাভী ক্রয় করেন তিনি। এর কয়েক মাস পরে গাভীটি একটি ষাঁড় বাছুর জন্ম দেয়। পরিবারের সদস্যরা তার নাম দেয় বাংলার রাজা।
নামও যেমন, ঠিক তেমন পরম আদর-যত্ন আর ভালোবাসায় বেড়ে উঠেছে সে। বর্তমানে ১২ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট উচ্চতা সম্পন্ন বাংলার রাজার ওজন ২৫ মণ। বয়স সাড়ে ৪ বছর।
জানা গেছে, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বাংলার রাজাকে বিক্রি করবেন জয়নাল আবেদীন। তিনি বাংলার রাজার দাম চেয়েছেন ১৫ লাখ টাকা।
জয়নাল আবেদীন জানান, বাংলার রাজা শংকর জাতের একটি ষাঁড়। সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে বাংলার রাজাকে বড় করেছেন তিনি। ধানের কুঁড়া, গমের ভুসি, খড় আর ঘাস হচ্ছে তার প্রিয় খাবার। প্রতিদিন তার জন্য ৪শ টাকার খাবারের প্রয়োজন হয়।
তিনি আরও জানান, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বাংলার রাজাকে বিক্রি করতে চাচ্ছেন তিনি। দাম চেয়েছেন ১৫ লাখ টাকা। ইতোমধ্যে বাংলার রাজাকে দেখতে ক্রেতারা তার বাড়িতে আসছেন।
কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার জানান, জয়নাল আবেদীন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাংলার রাজাকে বড় করেছেন। ন্যায্যমূল্যে বাংলার রাজাকে যেন বিক্রি করতে পারেন সে ব্যাপারে সহযোগিতা করা হবে।
সেরা নিউজ/আকিব