স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের অক্টোবরের টি-২০ বিশ্বকাপ স্থগিত করেছে আইসিসি। বিশ্বকাপ স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত আসতেই আইপিএল আয়োজনের তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আইপিএলের গর্ভনিং কাউন্সিল আলোচনায় বসবে। ওই সভায় আইপিএলের সূচি নির্ধারণসহ নেওয়া হবে অন্য সব সিদ্ধান্ত।
দেশটির ক্রিকেট বোর্ড দ্রুতই আইপিএল আয়োজনের অনুমতি চাইবে ভারত সরকারের কাছে। বিশ্বকাপ স্থগিত হওয়ায় তারা এরই মধ্যে আইপিএল মঞ্চস্থ করার পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে আইপিএলের ভেন্যু ধরে এগোচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আইপিএলের গর্ভনিং কমিটি আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আলোচনায় বসবে। আইপিএলের সূচি, ভেন্যু নির্ধারণসহ অন্যান্য সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে।’
তিনি জানান, তারা সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আইপিএল আয়োজনের কথা চিন্তা করছেন। এখন পর্যন্ত ভারতের করোনা পরিস্থিতির কথা চিন্তা করে সংযুক্ত আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে এগিয়ে রাখছেন তিনি। তবে যেখানেই আইপিএল হোক দর্শক নিয়ে আসরটি আয়োজনের কোন সুযোগ নেই বলে নিশ্চিত করেছেন প্যাটেল।
এরই মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাদের পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরাতে আসর হলে বিদেশি ক্রিকেটাররা সরাসরি সেখানে চলে যাবেন। দলগুলো চিন্তা করছে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে। মাঠে নামার আগে ক্রিকেটারদের অন্তত তিন সপ্তাহের অনুশীলন দরকার। ভারতীয় ক্রিকেটাররা সেটা দেশে করবেন না-কি আমিরাতে সেই সিদ্ধান্তও দ্রুতই নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সেরা নিউজ/আকিব