লাইফস্টাইল ডেস্ক:
গরমে ত্বকের সুস্থতার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন। এই পুষ্টি পূরণের প্রয়োজন সুষম খাবার, যা খেতে হবে পরিমাণে কম।
গরমে শরীরে সবচেয়ে বেশি দেখা দেয় পানিশূন্যতা। এ পানিশূন্যতা পূরণে চাহিদামাফিক পানি পান করতে হবে। তবে একসঙ্গে অনেক পানি না খেয়ে ২ ঘণ্টা পর পর বা চাহিদানুযায়ী পানি পান করতে হবে। প্রতিদিন পানি খেতে হবে ৬ থেকে ৮ গ্লাস। এ ছাড়া পান করতে পারেন ডাবের পানি ও বিভিন্ন ধরনের ফলের শরবত।
তবে ক্যাফেইনজাতীয় খাবার চা ও কফি না খাওয়াই উচিত। এসব খাবার খেলে প্রস্রাবের চাপ বেড়ে যায়, ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এতে ত্বক শুষ্ক হয়ে যায়।
আসুন জেনে নিই এমন কিছু খাবার, যা গরমে ত্বক ভালো রাখে-
১. দীর্ঘ সময়ে শরীরে শক্তি জোগায় এমন খাবার খেতে পারেন। রুটি, বাসমতি চালের ভাত ও সবুজ সবজি শিম খেতে পারেন।
২. ফাইবারসমৃদ্ধ খাবার যেমন- ছোলা, লাল আটা, চাল, আলু, পাস্তা ও সবুজ শাকসবজি খেতে পারেন।
৩. খেতে পারে কাজুবাদাম ও বাদামজাতীয় খাবার। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ফ্যাটিঅ্যাসিড ও ফাইবার, যা ত্বকের রুক্ষ্মতা দূর করে উজ্জ্বলতা ধরে রাখবে।
৪. এ সময় খেতে পারেন খেজুর, জাম ও স্ট্রবেরি। এসব খাবারে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিংক, যা স্বাস্থের জন্য খুবই উপকারী। এ ছাড়া মৌসুমি ফলের রসও খেতে পারেন।
লেখক:
ডা. লু্বনা খন্দকার, সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌন রোগ বিভাগ,. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা।
সেরা নিউজ/আকিব