১৪ মন ওজনের ডোনাল্ড ট্রাম্প বিক্রি হল ১ লাখ ৬৯ হাজার টাকায় - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
১৪ মন ওজনের ডোনাল্ড ট্রাম্প বিক্রি হল ১ লাখ ৬৯ হাজার টাকায় - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

১৪ মন ওজনের ডোনাল্ড ট্রাম্প বিক্রি হল ১ লাখ ৬৯ হাজার টাকায়

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক:

ষাঁড়টির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’। ওজন প্রায় ১৪ মণ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ‘ডোনাল্ড ট্রাম্প’ ষাঁড়টিকে ১ লাখ ৬৯ হাজার টাকায় কিনেছেন ঢাকার এক ব্যাপারী। ‘ডোনাল্ড ট্রাম্পের’ মালিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মোল্লাপাড়ার সাবাব অ্যাগ্রো ফার্মের মালিক মেহেদী হাসান। তিনি পেশায় একজন শিক্ষক হয়েও বাড়তি আয়ের উপায় হিসেবেই মূলত এই ফার্মটি পরিচালনা করেন।

মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ মাস আগে জেলার শিবগঞ্জের তর্ত্তিপুরহাট থেকে ৫৯ হাজার টাকায় হলিস্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি কিনে নিজস্ব খামারে লালন-পালন করেন। অস্ট্রেলিয়ান প্রজাতির এ ষাঁড়টি দেশীয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পকে তিনি অনেক পছন্দ করেন। এছাড়া ট্রাম্পের সঙ্গে ষাঁড়টির চেহারার মিল খুঁজে পান তিনি। তাই ষাঁড়টির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

মেহেদী আরও জানান, করোনা পরিস্থিতি না থাকলে ষাঁড়টির দাম ২ লাখ টাকা হতো। কিন্তু অন্যবারের মতো দূরের পাইকার না আসায় লোকসানের মুখে পড়তে হলো। প্রতি বছরই এ রকম একটি বিশেষ গরু খামারে রেখে মোটা-তাজা করে এবং ভালো দাম পেয়ে বিক্রি করেন মেহেদী হাসান।

রাজাবাবু

জামালপুরের ষাঁড় ‘রাজাবাবুর দাম হেঁকেছে ২৫ লাখ

এদিকে, জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রাজাপুর গ্রামে খোঁজ মিলেছে বৃহদাকার একটি ষাঁড়ের। গ্রামের নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়েছে ‘রাজাবাবু’। এই রাজাবাবু সাদা ওপর কালো ছাপের এ ষাঁড়টির দৈর্ঘ সাড়ে এগারো ফুট এবং উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এ ষাড়টির ওজন ৩৮ মণ। কোরবানির হাটে তোলার আগেই বিভিন্ন গ্রাম থেকে লোকজন ভিড় করছেন ‘রাজাবাবু’কে দেখতে

রাজাবাবু’র  মালিকের নাম মোহাম্মদ লুৎফর রহমান। তিনি একজন সরকারি কর্মচারী। চাকরির পাশাপাশি তিনি ছোট্ট একটি গরুর খামার গড়ে তুলেছেন। দাপ্তরিক কাজ শেষ করেই তিনি নিজেই রাজাবাবুর যত্ন নেন। সারা জেলার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু বলে দাবি করেন মালিক লুৎফর রহমান। তিনি রাজাবাবুর দাম হেঁকেছেন ২৫ লাখ টাকা।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360