ইন্টারন্যাশনাল ডেস্ক:
স্থানীয় সময় সোমবার (২০শে জুলাই) অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ নতুন শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিপুলসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য নতুন নীতি প্রণয়নে মূলত বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করা শিক্ষার্থীদের ভিসা পুনরায় প্রদান শুরু করা হবে। করোনা পরিস্থিতির পর আন্তর্জাতিক সীমানা খুলে দেয়া পর পরই নতুন ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন।
এদিকে করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়ার বাইরে অনলাইনে অধ্যয়নরত ভিসাধারী শিক্ষার্থীরা পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কর্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা কোভিড-১৯–এর কারণে তাদের মূল ভিসার মেয়াদের মধ্যে পড়াশুনা শেষ করতে না পারলে তারা আবার বিনা খরচে ভিসার নবায়ন আবেদন করতে পারবেন।
অপরদিকে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের সনদ প্রদানের জন্য অতিরিক্ত সময় দেয়া হবে। আর যারা স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ভিসা নিয়েছে, করোনার কারণে নিজ দেশে ফিরতে না পারলে অস্ট্রেলিয়ায় পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করা যাবে।
সেরা নিউজ/আকিব