স্পোর্টস ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। ফাইনাল মাঠে গড়াবে ৮ নভেম্বর। সরকারের ছাড়পত্র পেলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সবকিছু। আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন।
ভারতে করোনা প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাই আসরটি সংযু্ক্ত আরব আমিরাতে আয়োজনের ব্যাপারটি প্রায় নিশ্চিত করে দিয়েছে। দুবাই, আবুধাবি এবং শারজায় আইপিএলের ৬০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
এরই মধ্যে ক্রিকেটারদের আনা-নেওয়ার জন্য বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ইমেরেটাস ও ইতিহাদ বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ শুরু করেছে। এর আগে আইপিএল আয়োজনের জন্য শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরাত বিসিসিআইকে প্রস্তাব দেয়।
কিন্তু অবকাঠামো বিবেচনা করে এবং দুবাই যেহেতু আন্তর্জাতিক ফ্লাইটের অন্যতম একটি ট্রানজিট সেজন্য মরুর দেশকে আয়োজক হিসেবে বেছে নিয়েছে ভারত। এর আগে আইপিএলের ভাগ্য ঝুলে ছিল অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের ওপর। ওই আসরটি স্থগিত হয়ে যাওয়ায় খুলে গেছে আইপিএলের ১৩তম আসরের দুয়ার।
সেরা নিউজ/আকিব