গাঁটছড়ায় বাধা পরলেন ক্রিকেটার মেহেদি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
গাঁটছড়ায় বাধা পরলেন ক্রিকেটার মেহেদি - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

গাঁটছড়ায় বাধা পরলেন ক্রিকেটার মেহেদি

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক:

করোনার ভয় আর বেধে রাখতে পারছে না মানুষকে। জীবন-জীবিকার প্রয়োজন ঘরের বাইরে মানুষ। এর মধ্যে সামাজিক বন্ধন তথা বিয়ে-শাদিও থেমে নেই। এ ক্ষেত্রে যেন একটু বেশিই এগিয়ে থাকলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। যেন ক্রিকেটারদের বিয়ের ধুম পড়ে গেছে। সর্বশেষ এই তালিকায় নাম লেখালেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান।

করোনার মধ্যে ক্রিকেট নেই। অনুশীলনও প্রায় চারমাস বন্ধ ছিল। অখন্ড অবসর। এই সময়টাকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলার জন্য বাছাই করেছেন তরুণ ক্রিকেটাররা। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন। তার পরপরই বিয়ের পিঁড়িতে বসলেন নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলামও। সর্বশেষ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানও বিয়ে করে ফেললেন।

গত রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় খুলনার এ তরুণ অল রাউন্ডারের। খুলনা শহরের বয়রায় মেহেদীর মামার বাসায় ঘরোয়া পরিবেশে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেদী হাসানের নববধুর নাম ঋতু। খুলনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে তিনি। আগে থেকে কোনো সম্পর্ক নয়, সম্পূর্ণ পারিবারিকভাবেই বিয়ে করেছেন ২৫ বছর বয়সী মেহেদী।

১৯ জুলাই থেকে স্বল্প পরিসরে ক্রিকেটাররা বিভিন্ন স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছেন। রানিং এবং স্কিল ট্রেনিংই করছেন তারা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহানের সঙ্গে অনুশীলন করেছেন মেহেদী হাসানও। এরই মধ্যে বিয়ের কাজ শেষ করলেন।

এমনকি বিয়ের পরদিন, অথ্যাৎ আজও (সোমবার) আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করতে চলে এসেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। মেহেদী নিজেই মিডিয়াকে বিয়ের খবর নিশ্চিত করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মিডিয়াকে মেহেদী বলেন, ‘করোনার কারণেই বিয়ের আনুষ্ঠানিকতা বড় করা হয়নি। দুই পরিবারের একেবারেই ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। করোনা পরবর্তী সময়ে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে। নতুন পথচলায় সবাইকে পাশে পেতে চাই। সবার দোয়া চাই।’

২০১৮ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মেহেদীর। এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে চারটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুণ পারফরম করে যাচ্ছিলেন মেহেদী।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360