সেরা টেক ডেস্ক:
নতুন করে আরও ৪৭ চীনা অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। সোমবার দেশটির কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ আদেশ জারি করে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিষিদ্ধ তালিকায় আছে টিকটক লাইট, হেলো লাইট, শেয়ারইট লাইট, বিগো লাইভ লাইট, ভিএফওয়াই লাইটের মতো অ্যাপগুলোর নাম রয়েছে।
পিটিআই বলছে, কোন কোন অ্যাপগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সম্পূর্ণ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিসহ চীনের সঙ্গে যোগসূত্র থাকা ২৭৫টি অ্যাপ দিল্লির নজরে রয়েছে। পাশাপাশি শাওমির জিলি, আলি এক্সপ্রেস, বাইট ডান্সের রেসোর মতো অ্যাপগুলোও রয়েছে নজরদারির তালিকায়। যে কোনও সময়ে এসব অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে দিল্লি।
এর আগে লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর টিকটক, শেয়ার ইট-সহ ৫৯টি চাইনিজ অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। তবে সেই অ্যাপগুলির বিভিন্ন ভ্যারিয়েন্ট এবং ক্লোনড অ্যাপ চালু ছিল। মূলত এমন অ্যাপগুলোকেই নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
সেরা নিউজ/আকিব