সেরা টেক ডেস্ক:
গুগলের ২ লাখ কর্মী আগামী বছরের জুলাই পর্যন্ত বাড়িতে থেকেই কাজ করবেন। সোমবার গুগলের মুখপাত্র জ্যাসন পোষ্ট এ সিদ্ধান্তের কথা জানান। খবর ওয়াল স্ট্রিট জার্নালের
করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমাগত বাড়তে থাকায় এবং কোন ভ্যাক্সিন এখন পর্যন্ত বাজারে না আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গুগলের এই ’দাপ্তরিক লকডাউন’ ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছিল।
গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেটের ক্ষেত্রেও এমন সিদ্ধান্তের বাস্তবায়ন হতে পারে।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, ই-মেইলের মাধ্যমে সকল কর্মচারীদের এই বর্ধিত সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে। এই সুবিধা কর্মচারীদের নতুন করে চিন্তার জায়গা তৈরি করে দিবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল-কলেজের লকডাউনের সময়সীমা বৃদ্ধির খবরে অনুপ্রাণিত হয়ে পিচাই গত সপ্তাহে এই দাপ্তরিক লকডাউনের সিদ্ধান্তে আসেন।
এই দাপ্তরিক লকডাউনে ঘরে বসে কাজ করার বিষয়টি গুগলের হেডকোয়ার্টার থেকে শুরু করে সকল দেশের শাখা প্রতিষ্ঠানে চালু থাকবে।
আশা করা হচ্ছে, গুগলের এই পদক্ষেপ অন্য সকল কোম্পানিকে দাপ্তরিক লকডাউনের সময়সীমা বাড়াতে অনুপ্রাণিত করবে।
সেরা নিউজ/আকিব