নিজস্ব প্রতিবেদক:
জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাত বছরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
এবারের চিঠিতে ২০১৩ সালের জুলাই থেকে জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা (জেকেজি হেলথ কেয়ার), ওভাল অ্যাডভার্টাইজিং লিমিটেড, আরিফুল হক চৌধুরী ও সাবরিনা আরিফ চৌধুরী, তার পরিবারের অন্যান্য সদস্যের একক বা যৌথ নামে অথবা তাদের আংশিক মালিকানাধীন যেকোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যেকোনো মেয়াদি আমানত হিসাব, এফডিআর, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র, ইনভেস্টমেন্ট স্কিম, শেয়ার হিসাবসহ অন্য যেকোনো ধরনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
গত ২১ জুলাই সিআইসির পক্ষে উপ-পরিচালক তাসনিম আলম চিঠি পাঠিয়ে সব ধরনের আর্থিক বিবরণী চেয়েছেন। সোমবার (২৭ জুলাই) চিঠির বিষয়টি নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ দপ্তর।
এর আগে ১২ জুলাই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ও সাবরিনাসহ বেশ কয়েকজনের ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের সিআইসি বিভাগ। এবার আরো বিস্তারিত তথ্য-উপাত্ত তলব করা হলো।
সেরা নিউজ/আকিব