ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের চেংদুতে অবস্থিত কনস্যুলেট ত্যাগ করেছে যুক্তরাষ্ট্র। তাদেরকে ওই কনস্যুলেট বন্ধ করে দিতে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল চীন। এ সময় শেষ হয়ে যাওয়ার আগেই সোমবার ওই কনস্যুলেট থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্টাফরা। এ সময় সেখান থেকে নামিয়ে ফেলা হয় যুক্তরাষ্ট্রের পতাকা। দেয়াল থেকে সরিয়ে ফেলা হয় কনস্যুলেটের নামফলক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত সপ্তাহে টেক্সাসের সান ফ্রান্সিসকোতে অবস্থিত চীনের কনস্যুলেট বন্ধ করে দেয়। এর পাল্টা হিসেবে চেংদুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের সময় বেঁধে দেয়া হয় ৭২ ঘন্টা।
এ সময় সোমবার শেষ হওয়ার আগেই ওই ভবন থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় ভবনটির বাইরে বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে। তাদেরকে এ দৃশ্য ভিডিও করতে, ছবি তুলতে এমনকি সেলফি তুলতে দেখা যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ওই ভবনে প্রবেশ করেছেন চীনা কর্মকর্তারা। তারা ভবনটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা তুঙ্গে এখন। একটি ইস্যু নয়, একাধিক ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে দুই দেশই। যুক্তরাষ্ট্রের অভিযোগ কূটনৈতিক তৎপরতার আড়ালে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি করছে। এ জন্য গত সপ্তাহে সান ফ্রান্সিসকো কনস্যুলেট বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এ অভিযোগের পিছনে তারা প্রমাণ উপস্থাপন করেছে। এরপরই চেংদু কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় চীন। চীনের সঙ্গে বাণিজ্য, করোনা মহামারি, হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন চাপিয়ে দেয়া নিয়ে সংঘাতময় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
কি ঘটেছে চেংদুতে
চীনের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে দেখানো হয় মার্কিন এই কনস্যুলেট ত্যাগ করছে লরি। কূটনীতিকদের ব্যবহৃত বিভিন্ন জিনিস সরিয়ে ফেলছেন কর্মীরা। সোমবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি অনলাইনে একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখানো হয়, যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফেলা হচ্ছে। এ সময় ভবনটির বাইরে মোতায়েন করা হয় কয়েক ডজন পুলিশ। তারা প্রত্যক্ষদর্শীদের সরে যেতে বলেন। রোববার যখন এই কনস্যুলেট থেকে একটি বাস বেরিয়ে যায় তখন সেখানে প্রত্যক্ষদর্শীদের দুয়োধ্বনি দিতে শোনা যায়। একই ঘটনা ঘটেছিল গত সপ্তাহে সান ফ্রান্সিসকোতে। সেখান থেকে যখন চীনা কূটনীতিকরা বেরিয়ে যান, তখন সেখানেও দুয়োধ্বনি দেয়া হয়েছিল।
সেরা নিউজ/আকিব