বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - Shera TV
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ করেছে আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী মহাসড়কের আড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে চান্দিনা ও দেবীদ্বার থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আশা জুট মিলের শ্রমিকরা জানান, গত পাঁচ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে তাদের।

চান্দিনা থানার ওসি মো.আবুল ফয়সল ও হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এ সময় মালিকপক্ষ বুধবারের (২৯ জুলাই) মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মহাসড়কে পুলিশ অবস্থান করছে। আর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360