লাইফস্টাইল ডেস্ক:
করোনার সংক্রমণ এড়াতে মাস্কের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ঘরের বাইর বের হলেই এ কারণে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে গাড়ির ভেতরে থাকলে এটা ব্যবহার করা ঠিক কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি গাড়িতে আপনি একা থাকেন তাহলে মাস্ক ব্যবহারের দরকার নেই। এছাড়া গাড়ি চালানোর সময় মাস্ক পরবেন কি পরবেন না সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে।
তারা বলছেন, গাড়ি চালানোর সময় মাস্ক ব্যবহার করলে অনেকসময় দেখতে সমস্যা হয়। এ কারণে মাস্কটা সঠিকভাবে পরা জরুরি। বিশেষজ্ঞদের মতে, মাস্কটা এমনভাবে পরা উচিত যাতে নাক-মুখ ভালোভাবে ঢাকা থাকে। তবে চোখ যাতে ঢাকা না পরে সেটা লক্ষ্য রাখা জরুরি।
এছাড়াও গাড়িতে মাস্ক ব্যবহারের সময় আরো যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার-
১. যদি আপনি গাড়ি চালান এবং অসুস্থ বোধ করেন তাহলে শুধুমাত্র কেউ গাড়িতে থাকলেই মাস্ক ব্যবহার করুন।
২. মাস্ক ব্যবহার করলে গাড়ির এসি বন্ধ রাখুন। জানালার কাঁচ নামিয়ে দিন। এতে বাতাস চলাচল ঠিক থাকবে।
৩. ভাড়াচালিতে গাড়ি, ক্যাব ব্যবহার করলে মাস্ক পরুন।
৪. যদি মাস্ক পরলে আপনার সমস্যা না হয় কিংবা মানুষ দেখলেই উদ্বিগ্নতা অনুভব করেন তাহলে গাড়িতে সবসময় মাস্ক ব্যবহার করুন।
৫. যদি বিভিন্ন জায়গায় আপনাকে থামতে হয় তাহলে মাস্ক ব্যবহার করতে হবে।
মনে রাখবেন, করোনার সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। বাইরে গেলে অবশ্যই এটা ব্যবহার করবেন। পাশাপাশি হাত দিয়ে যাতে মাস্ক বারবার স্পর্শ না করা হয় সেদিকেও সতর্ক থাকতে হবে। সূত্র : এনডিটিভি
সেরা নিউজ/আকিব