চমক দেখাতে আসছে 'সেরা বাংলা ৬৪' - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
চমক দেখাতে আসছে 'সেরা বাংলা ৬৪' - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

চমক দেখাতে আসছে ‘সেরা বাংলা ৬৪’

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক:
শত শত ই-কমার্সের ভিড়ে চমক দেখাতে ও নির্ভরযোগ্য সেবা দিতে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেরা বাংলা ৬৪’। ‘প্রোডাক্ট আপনার, বিক্রির দায়িত্ব আমার’ এই শ্লোগান নিয়ে দেশীয় পন্যকে বাংলাদেশ এবং বিশব্যাপী ছড়িয়ে  দেয়ার বিজনেস মডেল নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন জানান , আমি নিজের বলার মতো একটা গল্প’’ বাংলাদেশের অসাধারণ একটি ব্যবসা শিক্ষা ও ভালোমানুষদের প্লাটফর্মটির উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে আমি আপনাদের জন্য কিছু একটা করতে চাই, যাতে Win-Win একটা বিজনেস মডেল করা যায় এবং দেশীয় পণ্যকে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া যায়।

আমাদের একটা ই-কমার্স মার্কেট প্লেস আছে, যাতে খুব সহজেই আপনারা বিভিন্ন জেলা থেকে আপনাদের ও সেই জেলার বিখ্যাত ও সেরা পণ্য গুলো এখানে বিক্রি করতে পারবেন।

এই মার্কেট প্লেসে অংশ নিতে আপনাদের কোন টাকা দিতে হবে না বা কোন ইনভেস্টও করতে হবে না। আপনারা শুধু সেরা পণ্য দিবেন, আমরা আপনার পণ্য কিনবো। আপনার ব্যবসা আপনি করবেন, আমরা শুধু আপনাকে আপনার বিক্রি বাড়াতে সাহায্য করবো। আমরা প্রথম ১০০ জনকে বিনামূল্যে আমাদের সাইটে অনলাইন হাব করে দেবো, যাতে আপনাদের জেলার বিখ্যাত পণ্য সেখানে বিক্রি করতে পারেন।

যেসব পন্য নিয়ে কাজ করবে সেরা বাংলা ৬৪ :-  ১। বাংলাদেশের ৬৪ জেলার সেরা ও বিখ্যাত পণ্য গুলো পাওয়া যাবে এখানে। ২। প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ সেবা – তাঁদের বাংলাদেশে বসবাসকারী প্রিয়জনের জন্য যে কোন গিফট এবং সারপ্রাইজ গিফট ৩। বাংলাদেশের বিভিন্ন জেলা ও শহরে বসবাসকারী জন্য বিশেষ সেবা – তাঁদের বিভিন্ন জেলা ও শহরে বসবাসকারী প্রিয়জনের জন্য যে কোন গিফট এবং সারপ্রাইজ গিফট। ৪। কর্পোরেট গিফট – দেশের সকল কর্পোরেট হাউজের জন্য সারা বছর ও দিবস ভিত্তিক যে কোন বাল্ক গিফট সরবরাহ করা হবে।

তৌহিদ হোসেন আরো বলেন, ইকবাল বাহার ভাইয়ের “সাপ্তাহিক অনলাইন হাট” কনসেপ্টটা আমার দারুণ লেগেছে।  এই হাটের বিক্রি আমরা সবাই মিলে আরও বহুগুন বৃদ্ধি করতে পারব ইনশাল্লাহ। সেরাবাংলা৬৪ এই প্ল্যাটফর্মটির উদ্যোগ্তা আমি ও ইকবাল বাহার ভাইয়ের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে চালু করেছি। ঈদের পরপরই আমরা অনুষ্ঠানির ভাবে এই প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু করবো। আপাতত ট্রায়াল ভার্সন হিসেবে কাজ করছি।

সেরাবাংলা৬৪ এর দুই উদোক্তা ইকবাল বাহার ও তৌহিদ হোসেন।

আগ্রহীরা কার জেলার কি কি সেরা পণ্য আছে তা নিয়ে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 09612646464 অথবা ফেসবুক পেজে যোগাযোগ করা হলে তারা যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন।

আমাদের সাথে যোগাযোগ করতে www.sherabangla64.com অথবা https://www.facebook.com/SheraBangla64 ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360