রাজধানীতে থানায় বিস্ফোরন, পুলিশ সদস্য সহ আহত ৫ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
রাজধানীতে থানায় বিস্ফোরন, পুলিশ সদস্য সহ আহত ৫ - Shera TV
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

রাজধানীতে থানায় বিস্ফোরন, পুলিশ সদস্য সহ আহত ৫

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণে চার পুলিশ সদস্য এবং আরও একজন আহত হয়েছেন।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক ইমরান (৪৮), পিএসআই অঙ্কুশ (২৮), এসআই সজীব (৩০), পিএসআই রুমির (২৮) এবং রিয়াজ (২৮) নামের একজন।

বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ডিসি মিডিয়া ওয়াহিদ হোসেন।

আহত পুলিশ সদস্যদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার ফিরোজ কাউছার বার্তা২৪.কম-কে ঘটনা সর্ম্পকে বলেন, তিনজন আসামিকে থানায় আটক করে নিয়ে আসা হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও একটি ওয়েট মেশিন উদ্ধার করা হয়। সেই ওয়েট মেশিন থানায় আনার পর বিস্ফোরিত হয়। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য ও একজন সিভিলিয়ান আহত হয়েছে।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360