ডেস্ক রিপোর্ট:
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের স্ত্রী আরশেদা হক রাজধানী বারডেম হাসপাতালে মারা গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত আরশেদা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
৮১ বছর বয়সি আরশেদা দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রজনিত সমস্যা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
স্বাধীনতা পদক জয়ী সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক ২০১৪ সালে মারা যান। চার মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন তারা।
সেরা নিউজ/আকিব