বিশ্বে করোনার আক্রান্তের রেকর্ড: একদিনে শনাক্ত প্রায় ৩ লাখ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বিশ্বে করোনার আক্রান্তের রেকর্ড: একদিনে শনাক্ত প্রায় ৩ লাখ - Shera TV
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

বিশ্বে করোনার আক্রান্তের রেকর্ড: একদিনে শনাক্ত প্রায় ৩ লাখ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক:
বিশ্বে আবারও একদিনে করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার মানুষ। এ নিয়ে বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৭২ লাখের বেশি। গেল ৭ মাসে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ লাখ ৭০ হাজার মানুষ। এদিন ব্রাজিলে ৭০ হাজার ও ভারতে ৫২ হাজারের বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যা ছিল দু’দেশের জন্যই একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

ব্রাজিলে করোনায় মৃত্যু ৯০ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত হয়েছেন গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ইসাতৌ তৌরেই। খবর রয়টার্স, বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৯৫ জন।

মারা গেছেন ৬ লাখ ৭০ হাজার ৯১৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৬৬ হাজার ৩৯৩ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭ লাখ ২৭ হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড ২ লাখ ৯০ হাজার ৪৫৯ জন। এর আগে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল ২৪ জুলাই ২ লাখ ৮৯ হাজার ৬১১ জন।

বিশ্ব তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৯২১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮৫ জনের। এ হিসাবে দেশটিতে গড়ে প্রতি মিনিটে ১ জনের মৃত্যু হচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭৫, মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৮৬৯ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৪ জনের।

দেশটিতে একদিনে এত বেশি রোগী এর আগে কখনও শনাক্ত হননি। এতে দেশটিতে রোগীর সংখ্যা ২৫ লাখ ৫৫ হাজার ৫১৮, মৃত্যু হয়েছে ৯০ হাজার ১৮৮ জনের। তৃতীয় স্থানে থাকা ভারতেও গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এদিন ৫২ হাজার ২৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে মারা গেছেন ৭৭৯ জন। এ নিয়ে ভারতে রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৮ হাজার ১৭৭, মারা গেছেন ৩৫ হাজার ৩৬ জন।

অক্সফোর্ডের ভ্যাকসিনের ভালো ডাটা আসছে : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে এখন পর্যন্ত ভালো ডাটা আসছে।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দৌড়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ ভ্যাকসিনের বৃহৎ পরিসরে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ব্রিটেনের সবচেয়ে দামি এ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাসকেল সোরিওট বলেছেন, ভ্যাকসিন তৈরির কাজ ভালোভাবেই চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে ভালো ডাটা এসেছে। আমাদের ক্লিনিক্যাল প্রোগ্রামের কার্যকারিতা দেখাতে হবে। তবে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে।

করোনায় আক্রান্ত গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট : গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ইসাতৌ তৌরেই করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি পরীক্ষার পর তার করোনা পজিটিভ এসেছে। ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্ট আদামা ব্যারো সেলফ আইসোলেশনে গেছেন। তিনি আগামী ২ সপ্তাহ আইসোলেশনে থাকবেন বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।

তবে এ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট ইসাতৌর শারীরিক অবস্থা কেমন আছে সে বিষয়ে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৬৫ বছর বয়সী ইসাতৌর তৌরেই। আফ্রিকার একটি ছোট দেশ গাম্বিয়া। পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে গাম্বিয়াতে করোনা আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে কম।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360