সেরা টেক ডেস্ক:
সংবাদের জন্য এখন থেকে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোকে মূল্য পরিশোধ করতে হবে গুগল এবং ফেসবুকের মতো ডিজিটাল প্লাটফর্মগুলোর। শুধু ঘোষণা নয়, এ সংক্রান্ত একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।
রয়টার্সের শুক্রবারের এক প্রতিবেদনে বলা হচ্ছে, স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় নেওয়া দেশটির এমন পদক্ষেপ গোটা বিশ্বের জন্য মাইলফলক হয়ে থাকবে; কেননা এখন পর্যন্ত কোনো দেশে সংবাদের জন্য গুগুল-ফেসবুককে অর্থ পরিশোধ করতে হয় না। চলতি বছরেই এটি আইনে পরিণত হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোশ ফ্রাইডেনবার্গ বলেন, ‘এটি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ব্যবসায়ের জন্য ন্যায্যতা আদায়ের একটা শুভযাত্রা। আমরা যে প্রতিযোগিতা বাড়িয়েছি, ভোক্তা সুরক্ষা বৃদ্ধি করেছি এবং টেকসই গণমাধ্যমের জন্য একটা পথ তৈরি করে দিয়েছি, এর মাধ্যমে সেটাই নিশ্চিত করা হচ্ছে।’
সেরা নিউজ/আকিব