বিনিয়োগকারীদের সঙ্গে আয়ের হিসাব প্রকাশের সময় প্রতিষ্ঠান প্রধান আর্থিক কর্মকর্তা লুকা মায়েস্ত্রি বলেন, “গত বছর আমরা সেপ্টেম্বরের শেষে নতুন আইফোনের বিক্রি শুরু করেছি, আমরা আশা করছি এবছর সরবরাহ আসবে কয়েক সপ্তাহ পর।”
প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ বলছে, কী কারণে আইফোন সরবরাহ বিলম্বিত বা বাধাগ্রস্থ হচ্ছে তা প্রকাশ করেননি মায়েস্ত্রি। তবে, নতুন আইফোনে বিলম্বের গুজব চলে আসছে অনেক দিন ধরেই।
বছরের শুরুতে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বড় পরিসরে নতুন আইফোনের উৎপাদন অন্তত এক মাস পিছিয়েছে অ্যাপল। চলতি সপ্তাহের শুরুতে এমন ইঙ্গিত দিয়েছে কোয়ালকমও।
সাধারণত সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। আর ডিভাইসগুলো বাজারে আসে সেপ্টেম্বরের শেষ নাগাদ।
অন্তত অক্টোবর নাগাদ নতুন আইফোন বাজারে আনার জন্য প্রস্তুত হবে কি না, তা স্পষ্টভাবে জানায়নি অ্যাপল। তবে, এখনও সেপ্টেম্বরে ইভেন্ট আয়োজন করে নতুন ডিভাইস উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।
সেরা নিউজ/আকিব