নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ জলাই) এক শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী ওই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে ঈদুল আজহা উদযাপিত হয়, ঈদুল আজহা আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগের কথা মনে করিয়ে দেয়।
আমরা আশা করি যে এই উৎসবটি আমাদের নিজ নিজ সমাজে শান্তি ও সহনশীলতার চেতনা আরও বাড়িয়ে তুলবে এবং আমাদের দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাড়িয়ে তুলবে।
কোভিড-১৯ মোকাবিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, আপনার সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার জন্য আমরা তাদের প্রশংসা করি। আমি আত্মবিশ্বাসী যে এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত সরকার সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবং সকল বাংলাদেশি ভাই-বোনদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।
সেরা নিউজ/আকিব