ইন্টারন্যাশনাল ডেস্ক:
সংসদের সহযোগীকে ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এক সংসদ সদস্য (এমপি) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সাবেক এ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে গ্রেফতার এমপির পরিচয় প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই, শুক্রবার যৌন অপরাধ ও আক্রমণ সংক্রান্ত চারটি পৃথক অভিযোগ আসে তাদের হাতে। এরপর ধর্ষণের অভিযোগে ৫০ বয়সী ওই এমপিকে গ্রেফতার করা হয়। তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে, আগস্টের মাঝামাঝিতে আবার আদালতে হাজির হবেন তিনি।
বিবিসি জানিয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় ইংল্যান্ডের সানডে টাইমস পত্রিকায়। তাতে বলা হয়, ধর্ষণের অভিযোগ করা তরুণীর বয়স ২০ বছরের কোটায়।
ওই তরুণীর অভিযোগ, এই এমপি তাকে যৌন হেনস্তা করেছেন, যৌনতা করতে বাধ্য করেছেন এবং এতে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা জুলাই ২০১৯ ও জানুয়ারি ২০২০ সময়ের মধ্যে ব্রিটেনের পার্লামেন্ট ভবন ওয়েস্ট মিনিস্টারের লামবেথ ও হ্যাকনেতে ঘটে থাকতে পারে।
সেরা নিউজ/আকিব