দ্বিতীয়বারের মত এপনিক সম্মেলন আয়োজনের সুযোগ হারাল বাংলাদেশ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
দ্বিতীয়বারের মত এপনিক সম্মেলন আয়োজনের সুযোগ হারাল বাংলাদেশ - Shera TV
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

দ্বিতীয়বারের মত এপনিক সম্মেলন আয়োজনের সুযোগ হারাল বাংলাদেশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

অনলাইন ডেস্ক:

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৫০তম সম্মেলন আগামী মাসে ঢাকায় হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের মহামারির কারণে ৫০তম সম্মেলনের ভেন্যু বাতিল করা হয়েছে। তবে সম্মেলনটি হবে অনলাইনে (ভার্চুয়ালি)। ৮-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এবারের সম্মেলনের আয়োজক এপনিক ও আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

প্রসঙ্গত, গত ১৮-২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এপনিকের ৪৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঘোষণা দেওয়া হয়— পরবর্তী সম্মেলন (৫০তম) বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সরকারের সহযোগিতায় সম্মেলনের আয়োজক ছিল আইএসপিএবি।

জানা যায়, এবার নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এপনিক সম্মেলনের আয়োজক হওয়ার সুযোগ হারালো। প্রথমবার (২০১৬ সালে) এপনিক সম্মেলনের আয়োজক হওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সে সময় হলি আর্টিজান হামলার কারণে নিরাপত্তা ইস্যু দেখিয়ে এপনিক সম্মেলনের ভেন্যু সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়। এবার করোনা সংকটে ভেন্যু বাতিল করে ভার্চুয়ালি এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এপনিকের ৫১তম সম্মেলন ফিলিপাইনে হওয়ার কথা রয়েছে।

জানতে চাইলে এপনিকের ইসি কমিটির সদস্য ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (বিডিনগ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, ‘এপনিক ৫০ ভার্চুয়াল হবে।’

সম্মেলন আয়োজক আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সঙ্গত কারণে এবারের সম্মেলন অনলাইনে হবে। এপনিক সদস্যরা যার যার অবস্থান থেকে সম্মেলনে যুক্ত হবেন। ৮ সেপ্টেম্বর সম্মেলনের উদ্বোধন হবে। সম্মেলনে তিনজন বক্তব্য রাখবেন। এপনিকের ইসি কমিটির চেয়ার গৌরব রাজ উপাধ্যায়, অ্যাপ্রিকটের চেয়ার ফিলিপ স্মিথ ও আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম এপনিক সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে কারিগরি অধিবেশন।’

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360