লাইফস্টাইল ডেস্ক:
বিয়েকে বলা হয় পবিত্র বন্ধন। সাংসারিক জীবনে সুখী থাকতে কতই না আত্মত্যাগ করে স্বামী-স্ত্রী। তবে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় ডেকে আনে কালো মেঘ। পরকীয়া এমনই একটি বিষয়।
নিছক কৌতূহল কিংবা দাম্পত্য জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে অনেকেই জড়িয়ে পড়ে পরকীয়ায়। সঙ্গী পরকীয়ায় জড়ালে অন্যজন মানসিক অবসাদ, হতাশা, একাকিত্বে ভুগতে থাকে।
পরকীয়ার লক্ষণগুলো কী হতে পারে তার একটা ধারণা তুলে ধরেছে সংবাদমাধ্যম জি-নিউজ। তো চলুন জেনে নিই, সঙ্গীর পরকীয়ায় জড়িয়ে পড়ার পাঁচটি লক্ষণ:
আপনার সম্পর্কে অতিরিক্ত কৌতুহল: সঙ্গী আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে আচমকাই অতিরিক্ত কৌতূহল দেখালে-যেমন, আপনি কখন বাড়ি ফিরবেন, কখন কোথায় যাবেন তা ঘন ঘন জানতে চাইলে বুঝতে হবে, সে আপনার নজর এড়িয়ে কোনো কিছু করতে চাইছে।
হঠাৎ করে সৌন্দর্য সচেতনতা: সঙ্গী যদি হঠাৎ করেই অতিমাত্রায় সৌন্দর্য সচেতন হয়ে ওঠে, তাহলে তা ভাবনার বিষয়। আচমকাই নিজের শরীরের গঠন, সাজ-পোশাক, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সঙ্গী বেশি মনোযোগী হয়, তাহলে সেটি গভীরে গিয়ে দেখতে হবে।
যৌনতার প্রতি আগ্রহ হারানো: সঙ্গী যৌনতার প্রতি সঙ্গী আগ্রহ হারিয়ে ফেললে তা চিন্তার কারণ হতে পারে। তবে সেটি পারিবারিক বা আর্থিক সমস্যার কারণে মানসিক চাপ বা শারীরিক অসুস্থতার কারণেও হতে পারে।
নতুন কোনো নাম: নতুন কোনো নাম সঙ্গীর মুখে বারবার শুনলে একটু সতর্ক হতেই হবে। তবে এটি যে কেবল পরকীয়ার কারণেই ঘটে, এমনটি নয়।
ফোন-ইন্টারনেটে ব্যস্ততা: সঙ্গী আচমকাই ফোন বা ইন্টারনেটে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লে সেটি আপনার জন্য শুভকর নাও হতে পারে। তিনি যদি প্রায়ই একা থাকতে চান, তাহলে বুঝে নিতে হবে, তিনি কোনো একটি বিষয় এড়িয়ে যেতে বা আড়াল করতে চাচ্ছেন।
তবে উপরোক্ত লক্ষণগুলো থাকলেই যে সঙ্গী পরকীয়ায় মত্ত, এমনটি মোটেই নয়। তাই সন্দেহ হওয়ামাত্রই সঙ্গীর সঙ্গে চরম প্রতিক্রিয়া দেখাবেন না, বরং দুজনে বসে খোলামেলা আলোচনা করুন।
সেরা নিউজ/আকিব