হলুদ দূর করবে ব্রণ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
হলুদ দূর করবে ব্রণ - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

হলুদ দূর করবে ব্রণ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

লাইফস্টাইল ডেস্ক:

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় হলুদের ব্যবহার হয়ে আসছে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে কাঁচা হলুদ।

আসুন জেনে নিই ত্বকে হলুদের ব্যবহার-

হলুদ ও দুধ

হলুদ ও দুধের মিশ্রণ ত্বকের ক্ষতি করে এমন উপাদানের বিরুদ্ধে কাজ করে ও ত্বক সুস্থ রাখে।
কাঁচাদুধের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ ও মধু

ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে ও উজ্জ্বল করতে হলুদ এবং মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।

মধুতে রয়েছে প্রাকৃতিকভাবে ত্বক আর্দ্র রাখার ক্ষমতা, যা ত্বক উজ্জ্বল করে। মধু ও হলুদের প্যাক ব্যবহারে ত্বক চকচকে ও সুন্দর হয়।

হলুদ ও লেবুর রস

লেবুর রসে আছে ব্লিচিং উপাদান এবং হলুদে আছে ত্বক উজ্জ্বল করার উপাদান।

ত্বক উজ্জ্বল করতে হলুদের গুঁড়া ও লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করুন। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

হলুদ ও নারিকেল তেল

হলুদ ও নারিকেল তেলে আছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। আর নারিকেলের তেল খুব ভালো ময়েশ্চারাইজার।

খাঁটি নারিকেল তেলের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই উপাদান ত্বকে ব্যবহার করলে লালচে ভাব, সংক্রমণ ও শুষ্কতা দূর হবে।

হলুদের সঙ্গে লেবুর রস ও মধু

হলুদের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে ত্বকে লাগালে ব্রণ দূর হয় ও ত্বকের নির্জীবতা দূর করতে সাহায্য করে।

হলুদের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে মুখ এবং গলায় লাগিয়ে রাখুন। শুকানোর পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে উজ্জ্বল তা বাড়বে ও ব্রণও দূর হবে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360