অনলাইন ডেস্ক:
আজকাল বিভিন্ন কারণে অনেককে কৃত্রিম উপায়ে কোমর সরু বা চিকন করতে আগ্রহী হতে দেখা যায়। কিন্তু “প্রাকৃতিকভাবে” অতিমাত্রায় চিকন কোমরের অধিকারী এক নারীর কথা জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের কল্যাণে।
২৩ বছর বয়সী মিয়ানমারের ওই তরুণীর নাম সু মো মো নায়িং। তার কোমরের আয়তন মাত্র ১৩ দশমিক ৭ ইঞ্চি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ছবি দেখে অনেকে বলছেন, কোমরকে সরু বানাতে তিনি “রিব রিমুভাল” জাতীয় সার্জারির দ্বারস্থ হয়েছেন। অথবা তিনি এডিট করা ছবি আপলোড করছেন।
তবে এমন দাবি নাকচ করে দিয়ে সু বলছেন, তিনি ছবি এডিটিং কিংবা সার্জারি করেননি। এমনকি তিনি স্বাস্থ্যকর খাবারই খান। বংশগতভাবেই তার কোমরের আকৃতি এমন বলে জানান তিনি।
উল্লেখ্য, বর্তমানে সবচেয়ে সরু কোমরের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি রয়েছে যুক্তরাজ্যের নাগরিক এথেল গ্র্যাংগারের দখলে। তবে সেটি প্রাকৃতিক কারণে নয়। বিশেষ ধরনের বেল্ট পরে থাকেন তিনি।
সেরা নিউজ/আকিব