নিউইয়র্কের ব্রুলিনে নিখোঁজ ২ বছর বয়সী শিশুকে উদ্ধার করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রুকলিন পুলিশ।
টুইটারে এনওয়াইপিডির ব্রুকলিন নর্থের মতে, ফোর্ট গ্রিনে নিখোঁজ হওয়ার পরে দুই বছরের কিশোরী তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছে।
তবে শিশুটি নিখোঁজ হওয়ার কারন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।