ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদনকারীদের বরাবরই কটু দৃষ্টিতে দেখা হয়। এবার আবেদনকারীদের পক্ষে পজিটিভ পরামর্শ দিয়ে ব্রিটিশ সরকারকে বিষয়টি বিবেচনায় আনতে একদল গবেষক যুক্তি তুলে ধরেছেন।
গবেষকরা বলছেন, কাজের অনুমতি পেলে আয়কর খাতে ও ন্যাশনাল ইন্সুরেন্স খাতে ১০০ মিলিয়ন পাউন্ড আয় বৃদ্ধিতে অবদান রাখতে পারবে যুক্তরাজ্যের অ্যাসাইলাইম সিকাররা।
নতুন একটি রির্পোট অনুসারে, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন ইউরোপীয় দেশগুলোতে শরণার্থীদের কাজের অনুমতি পাওয়ার ক্ষেত্রে স্বল্প সময়সীমা এবং শিথীল নিয়মের উদাহরণ দেন তারা। সোস্যাল কেয়ার ও স্বাস্থ্যখাতের মত পরিসরে পূববর্তী কাজের অভিজ্ঞা থাকায় অনেক অ্যাসাইলাম সিকার ইউকের দক্ষকর্মী হিসেবে বিবেচিত হয়ে থাকবে।
রিফিউজি অ্যাকশন ক্যাম্পেনেইর প্রধান মারিয়াম ক্যাম্পেল বলেন, শরণার্থীদের কাজের অনুমতি আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করে তুলবে এবং সরকারের ১০ মিলিয়ন পাউন্ড বেচেঁ যাবে যা দিয়ে শরণার্থীদের জীবনযাত্রার মান আরো উন্নত করা যাবে।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের পর অর্থনৈতিক খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দক্ষ কর্মীদের কাজের অনুমতি না দেওয়াটা সরকারের ভুল সিদ্বান্ত হবে। শরণার্থীদের কাজের বিষয়ে প্রচলিত নিয়মটি যুুক্তরাজ্যকে অর্থনৈতিকভাবে আরো পিছিয়ে দিচ্ছে।
রিপোর্টটির দেয়া তথ্য মতে, চলতি বছরের মার্চের শেষ থেকে এ যাবত কালের সর্বোচ্চ সংখ্যক অ্যাসাইলাম শিকার (৩২ হাজার) কাজ করার অনুমতি পাওয়ার অপেক্ষা করছে। বিগত বছরের তুলনায় তাদের সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে।
সেরা নিউজ/আকিব